গল্প-কবিতাপ্রধান সংবাদ
কানিজ কাদীরের কবিতা ‘হেরে যাওয়া বিশ্বাস’
অবশেষে আমিও হেরে গেলাম
ভেবেছিলাম আমি শুধুই একজন-
কুসুম, কোমল, পূণ্যবতী।
আমাকে মনের অনুরণন মিশিয়ে
শুধুই ভালোবসা যায়।
কষ্ট দিলেও-
ভালোবাসার নির্যাসটুকুই থাকে অবশিষ্ট।
আমার ছায়ায় থাকে না
আর কোন প্রতিচ্ছবি।
না তা নয়, আমি যে নারী,
রক্ত, মাংস পিন্ডে গড়া শুধুই নারী।
হতে চেয়েছিলাম আমিই প্রথম,
এই ছিল মোর দৃঢ় বিশ্বাস।
কিন্তু আমি হয়ে গেছি-
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ…. . . .. ।।
এবং শেষ অনুচ্ছেদ।।
লেখক: কানিজ কাদীর