নেপালে বিমান বিধ্বস্ত, ১৪ মৃতদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক:
২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধাকারীরা। খবর কাঠমান্ডু পোস্টের।
সোমবার নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে সন্ধান পাওয়া গেছে।
নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় তারা বিমানের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।
তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা পোস্টকে বলেছেন উদ্ধারকারীদের তথ্যের ভিত্তিতে ১৪ জনের মৃতদেহ পাওয়া গেছে।
রোববার (২৯ মে) সকাল ১০টার পর থেকে বেসরকারি এয়ারলাইনসের বিমানটি নিখোঁজ হয়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি।সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুজন জার্মান নাগরিক ও তিনজন ক্রু ছিলেন।
চিত্রদেশ//এফটি//