মেহেবুব হকের কবিতা ‘কর্মজীবী নারী’
কর্মজীবী নারী তুমি
সামলে চলেছো নিজের মতো করে এক অনন্ত সাম্রাজ্য।
বিরামহীন শক্তির আধার তুমি,
কোন ক্লান্তির ছাপ নেই তোমার চোখে মুখে,
কাজের ভারে নুয়ে পড়া মানবী নও তুমি,
চলেছো এগিয়ে,
দিনের পর দিন
মাস এমনকি বহুবছর যাবৎ।
কী তোমার শক্তি!
কোথায় পাও তুমি এত উৎসাহ ও উদ্দীপনা?
আমি অপার বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে থাকি
শুধুই তোমার দিকে।
আসলেই চলমান মানব সভ্যতার কারিগর তুমি
ঘর সামলাও আবার বাইরে জগত।
রাখছো কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি
সমান অবদান।
তুমি শুধু মানুষ নও,
আধুনিক দুনিয়ার সব্যসাচী তুমি।
তোমার আলোয় আলোকিত হোক
নতুন পৃথিবীর মানুষ।
করো কষ্ট তুমি
আদি থেকে অন্ত,
জাতির ভবিষ্যৎদের জঠরে ধরো তুমি
দেখাও দুনিয়ার আলো।
মানুষ হওয়ার প্রকৃত জ্ঞান
তুমি সন্তানের ভিতরেই জ্বালো।
কোমল পরশের মোড়কে
কঠোর তুমি, সংগ্রামী তুমি।
নিজের অস্তিত্ব জানান দিতে
আপোশহীন দৃরচিত্ত মানবী তুমি।
কর্মক্ষেত্রে তুমি নিপুণ সাহসী যোদ্ধা,
তুমি আলোকিত বলেই
আজ আলোকিত সারা বিশ্ব।
অর্ধেক পৃথিবীর নয়
বরং পুরো পৃথিবীর কারিগর তুমিই
তুমিই বিজয়ী এ জগতে শ্রেষ্ঠ।