প্রধান সংবাদস্বাস্থ্য কথা
১৮ হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগী
স্টাফ রিপোর্টার:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ হাজার ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, বুধবার ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৭৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২০৭ জন।
এদিকে চলতি বছরে ১৮ হাজার ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৯৫৭ জন।
চিত্রদেশ//এফটি//