প্রধান সংবাদ

কাবুল বিমানবন্দরে আরও হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:
কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর আরও সম্ভাব্য আক্রমণ বা হামলার শঙ্কায় যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি বলেছেন, কাবুল বিমানবন্দর ফের হামলার শঙ্কায় মার্কিন কমান্ডাররা সতর্ক অবস্থানে রয়েছেন। বিমানবন্দর লক্ষ্য করে সম্ভাব্য রকেট বা যানবাহনে বোমা হামলা মোকাবিলায় সতর্ক অবস্থানে মার্কিনবাহিনী।

তিনি জানান, মার্কিন কমান্ডাররা আরও সম্ভাব্য হামলার জন্য সতর্ক। আমরা প্রস্তুত থাকার জন্য যা যা করতে পারি তা করছি।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণে ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা হামলাকারীদের ক্ষমা করবো না। তোমাদের খুঁজে বের করবোই।

এখন পর্যন্ত প্রাপ্ত খবরে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১০৩ জন নিহত হয়েছেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button