প্রধান সংবাদসারাদেশ

মডার্নার টিকা না থাকায় বিপাকে প্রবাসীরা

সিলেট প্রতিনিধি:
সিলেটে মডার্নার টিকা না থাকায় বিপাকে পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার প্রবাসী। এদিকে, এসএমএস না আসায় টিকা নিতে পারছেন না লক্ষাধিক মানুষ।

সরকার নির্দেশিত প্রবাসী অ্যাপে রেজিষ্ট্রেশন করেও মডার্নার টিকা না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা।

বিদেশগামী যাত্রীরা বলেন, যদি আমরা টিকা না নেই তাহলে আমাদের কোয়ারেন্টিন ফি হবে ২৩’শ ডলার প্রায় আড়াই লাখ টাকার মত। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত আমাদের মডার্নার টিকার ব্যবস্থা করার জন্য।

এদিকে সিলেটে নিয়মিত টিকাদানের পাশাপাশি গত ৭, ৮ ও ৯ই আগস্ট সোয়া লাখ মানুষ গণটিকা নিয়েছেন। অপেক্ষমানদের টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনার কথা জানায় সিটি করপোরেশন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, আমরা আশা করছি খুব দ্রুত সরকার আমাদের এমন নির্দেশনা দিবে যে মর্ডানার বিকল্প হিসেবে কোন ভ্যাকসিনটি আমরা প্রবাসীদেরকে অগ্রাধিকার ক্ষেত্রে দিতে পারবো।

৮ দিন পর সোমবার থেকে আবার শুরু হয়েছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দান। তবে, প্রতিদিনের গড় হিসেবে অপেক্ষমাণ লক্ষাধিক মানুষ কবে নাগাদ টিকার আওতায় আসবেন সে নিশ্চয়তা কেউ দিতে পারেনি।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button