প্রধান সংবাদস্বাস্থ্য কথা

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দ্রুত নেয়ার নির্দেশনা

স্টাফ রিপোর্টার:
প্রথম পর্যায়ের টিকাদান কার্যক্রমে যারা দীর্ঘদিন আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন দ্রুততম সময়ে তাদের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button