যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বন্যায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসিতে বন্যায় ২২ জন নিহত হয়েছেন। এখনও ডজনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
খবরে বলা হয়, রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক, মোবাইল টাওয়ার এবং টেলিফোন লাইন।
হামফ্রেইস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেন, বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ডেভিসের এক বন্ধুও রয়েছেন বলে জানা যায়।
ডেভিস বলেন, বন্যায় আমার এক বন্ধু নিহত হয়েছে। যদিও এটা মেনে নেওয়া কঠিন।
শেরিফ জানান, নিখোঁজদের মধ্যে হাফ ডজনের মতো শিশু রয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, তীব্র ঝড় হারিকেনে রূপ নেওয়ার পর দ্রুতগতিতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষ ওই এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শনিবার থেকে পরের ২৪ ঘণ্টারও কম সময়ে হামফ্রেইস কাউন্টিতে ৪৩০ মিলিমিটারের (১৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।
চিত্রদেশ//এফটি//