টাইগারদের সামনে দাঁড়াতেই পারলো না অজিরা
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (৯ আগস্ট) নিয়ম রক্ষার পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে অজিরা হারলো ৬০ রানের বড় ব্যবধানে।
শেষ ২৪ রান তুলতেই অস্ট্রেলিয়া হারিয়েছেন তাদের শেষ ৭ উইকেট। সাকিবের অনন্য রেকর্ড আর একাদশে ফেরা সাইফউদ্দিনে অল্পতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১২৩ রানের ছোট লক্ষ্যে নেমেও সব উইকেট হারিয়ে সফরকারীরা তুলতে পারে মাত্র ৬২ রান। টি-টোয়েন্টি ইতিহাসে অজিদের এটাই সর্বনিম্ন রেকর্ড।
দ্বিতীয় সর্বনিম্ন ইংলিশদের বিপক্ষে ৭৯ রান। আজ টস জিতে ব্যাটিং ব্যর্থতায় ভোগে টাইগাররা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে করেন ১২২ রান। টার্গেটে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরাও। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ওপেনিংয়ে নামালেও ভালো করতে পারেননি। নিজের প্রথম দুই ওভারেই গত ম্যাচের জয়ের নায়ক ও দুর্দান্ত ধারাবাহিক থাকা মিচেল মার্শকে ফেরান বাঁ-হাতি স্পিনার নাসুম।
পরে ম্যাকডারমটকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক ওয়েড। কিন্তু সাকিবের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেন ওয়েড। ব্যাট হাতে দুই ছয়ে ২২ বলে করেন ২২ রান। পরের ওভারে ম্যাকডারমটকে ফেরান অধিনায়ক রিয়াদ।
এরপরের শো শুধুই সাকিব-সাইফউদ্দিনের। বিশ্বেরি দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেট হিসেবে টার্নারকে শিকার করেন সাকিব। আপাতত সাকিবের ওপরে আছেন শুধু লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা পেসারের টি-টোয়েন্টি উইকেট ১০৭টি।
পাঁচ ম্যাচের এই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পায় ২৩ রান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় ৫ উইকেটের ব্যবধানে। আর বাংলাদেশ সিরিজ জয় করে অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পায় ১০ রানের ব্যবধানে। মাঝ খানে চর্তুথ টি-টোয়েন্টিতে অজিরা জয় পায় ৩ উইকেট। আর শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পরে অজিরা বাংলাদেশের কাছে হারলো ৬০ রানের ব্যবধানে।
চিত্রদেশ//এফটি//