গল্প-কবিতা

নূরুন নাহার’এর কবিতা-‘লিখেছিলাম তোমাদের জন্য’

একটি কবিতা লিখতে চেয়েছিলাম।

ছিল না তাতে কোনো সুর,

ছিল না কোনো ছন্দ।।

তবুও লিখেছিলাম কবিতাখানি।

দীর্ঘ কবিতা লিখতে লিখতে-

ক্লান্ত আমি, শ্রান্ত আমি,

অবশেষে দিন শেষে চেয়ে দেখি-

কবিতায় এসেছে নতুন সুর,

এসেছে নতুন ছন্দ।

তাই এখন ভাবছি বসে

কবিতাখানি লিখেছিলাম

শুধুই তোমাদের জন্য।

 

-প্রকাশনা: ‘লিখেছিলাম তোমাদের জন্য’

ইত্যাদি গ্রন্থ প্রকাশ

 

Related Articles

Back to top button