গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘মানবিক পৃথিবীর গল্প’

ভালোবাসার পৃথিবীর করুণার দৃষ্টি ভেদ করে
পার্থিব ধর্ম, বর্ণ ও গোত্রের যত পার্থক্য ছেদ করে
আমি নিজেকে সপে দিয়েছি মানবিক পৃথিবীর পথ প্রান্তরে।
প্রেমের ভারে নুয়ে গেছে বহু সম্পর্কের বাঁধন
বৈষয়িক দূমূল্যের বাজারে টিকে আছে মানবিকতার প্রাসাদ
মানসিক স্বস্থির নিঃশ্বাস ফেলেছে ঠোটের কোনে এক চিলতে হাঁসি।
তবুও অমানুষেরা চিরদিন দৈত্য দানবের পথ ধরে
হিংসা বিদ্বেষের তান্ডবলীলায় বিকারগ্রস্থ মন নৃত্য করে
হিংস্র স্বভাবের অভাবনীয় দাবানলে বন্দী হয় নীল পৃথিবী।
আবারো অশান্ত মনের গভীরে প্রশান্তির ঝড় ওঠে
অশূভ শক্তিকে ওলটপালট করে নতুন ভোরের ফুল ফোটে
রক্তিম সূর্যের আলোয় মুখরিত মানবিক পৃথিবীর গল্প।

Related Articles

Back to top button