মেহেবুব হকের কবিতা ‘অনন্তলোকের খোঁজে’
আমি জীবনের স্বাদ আস্বাদনের আশায় আবে হায়াতের সন্ধানে আছি
চোখের রঙিন পর্দা সরিয়ে পারলৌকিক জগতের খোঁজে আছি
যে জগতের শুরু আছে কিন্ত শেষ নেই
যে জগতে দুঃখের ডামাডোল নেই
যন্ত্রণার অসহ্য তীব্র অনুভূতি নেই
নেই কষ্টের সাগরে প্রতিনিয়ত নোঙর করা
নেই বেদনার অনুভূতিগুলোকে হৃদয়ের এক কোনে জমা করে
প্রতিদিন স্মরণ করে করে অবসাদে আচ্ছন্ন জীবনের সঙ্গী হওয়া
আমি সেই জীবনই কামনা করি যা আত্মত্যাগের মহিমায় ভাস্কর
যে ত্যাগের পরীক্ষায় একে একে পাশ করেছেন
ইব্রাহীম (আ), মুসা(আ) ও মুহাম্মদ(স)
মহাকালের পাতায় তারাই দেখিয়েছেন সত্যের পথ
শুনিয়েছেন চিরকালের অভয় বানী
বানিয়েছেন সুরক্ষিত সুরম্য প্রাসাদ যার
ছায়াতলে আশ্রয় নিয়েছেন যুগে যুগে অগনিত বিশ্বাসী মানুষের দল
যে বিশ্বাস ও প্রেম বিভিন্ন ধর্ম , বর্ণ ও গোত্রে ঈশ্বরের লীলার
বহিঃপ্রকাশ হিসেবে ঘটিয়েছে অধর্মের নাশ, করেছে সত্যের প্রতিষ্ঠা
যার ধারাবাহিকতায় শ্রীরামচন্দ্র , শ্রীকৃষ্ণ ও গৌতম বুদ্ধের আবির্ভাবে
ধন্য হয়েছে বসুধা , পুণ্য হয়েছে ভূমি
সেই পুণ্য ভূমির বাসিন্দারূপে
আমি পথ পানে চেয়ে আছি ঈশ্বরের অনন্তরুপের খোঁজে
সেই অনন্ত জগতের খোঁজে
যার চিন্তা ভাবনায় আমার অন্তরাত্মা হাহাকার করে প্রতিদিন।