নারী মঞ্চ

মেক্সিকোতে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত আবিদা ইসলাম

স্টাফ রিপোর্টার:
মেক্সিকোতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আবিদা ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।দেশটিতে তিনিই বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত। গত তিন বছর ধরে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেক্সিকো সিটিতে আবাসিক দূতের পাশাপাশি আবিদা ইসলাম অনাবাসি হিসেবে (কনকারেন্টলি অ্যাক্রিডিটেড) মধ্য আমেরিকার গুরুত্বপূর্ণ চার রাষ্ট্র কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

এর আগে আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button