প্রধান সংবাদ

মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমবে

স্টাফ রিপোর্টার:
আগামী বুধবার থেকে দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে।

সোমবার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এমন তথ্যই বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আজ মধ্যরাত থেকে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আগে থেকেই বলা হয়েছিলো চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে।

আবহাওয়াবিদ আরও জানান, চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ, যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। আজ রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলেও এর তীব্রতা বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে।

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button