প্রধান সংবাদশিক্ষা

এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ অনুমোদন

স্টাফ রিপোর্টার:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার জন্য সরকারের অধ্যাদেশটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হলে তা অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার অনুমোদনের পর এটি এখন যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে।

জানা গেছে, শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফল জমা দেয়ার জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছে। অধ্যাদেশ অনুমোদনের পর তাদের টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করে ফল প্রকাশ করবে।

 

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button