প্রধান সংবাদশিক্ষা

ঢাবিতে আসিফ নজরুলসহ ২৫ জন করোনায় আক্রান্ত

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনসংশ্লিষ্টদের মধ্যে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত আছেন ২৫ জন।

আক্রান্তদের মধ্যে আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারও রয়েছেন বলে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কেএম গোলাম রব্বানী জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের জানা মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত।

তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক কোয়ার্টারে ও আবাসিক এলাকায় আক্রান্ত ব্যক্তি আছেন।সেখানে তাদের পরিবারের লোকজনও রয়েছে। কেউ ব্যক্তিগতভাবে অবহিত করলে আমরা সেটা জানতে পারি। তাই প্রকৃত সংখ্যাটা বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় এলাকায় আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে গোলাম রব্বানী বলেন, আমাদের অনুরোধ, তারা যেন আইসোলেশনে থাকেন। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করছি। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে ইতিমধ্যে মাস্ক ছাড়া ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button