কে, কেন ফোন করেছে জানিয়ে দেবে গুগল
প্রযুক্তি ডেস্ক:
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ‘ট্রু কলার’ অ্যাপটি ব্যাপক জনপ্রিয়। এই অ্যাপটি ব্যবহারকারীকে অপরিচিত নম্বর থেকে আসা কলের আইডেন্টিটি জানতে সাহায্য করে। অর্থাৎ, গ্রাহকদের জানায় কে ফোন করেছে। তবে এবারে এই অ্যাপকে টেক্কা দেওয়ার জন্য এক নতুন ফিচার নিয়ে এসেছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। যার নাম ‘ভেরিফায়েড কলস’।
ট্রু কলারের মতো হলেও গুগলের ‘ভেরিফায়েড কল’ এ থাকছে একাধিক নতুন সুবিধা। গুগল ফোন অ্যাপে এরই মধ্যে যোগ করা হয়েছে এই ফিচারকে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের কে কল করেছেন এবং কেন করেছেন (বিজনেস কল, পার্সোনাল কল)। পাশপাশি দেখা যাবে কলারের লোগো।
সারা বিশ্বেই ফ্রড কল একটি বড় সমস্যা, আর তা থেকে এবার মুক্তি দেবে এই ফিচার, এমনটাই মনে করছে গুগল। এই ফিচার ভারত, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী রোল আউট করা হচ্ছে।
এদিকে গুগল ফোন অ্যাপে ভেরিফাইড কলস ফিচার চলে আসায় জনপ্রিয়তা অনেকটাই কমবে ‘ট্রু কলার’ এর। কারণ মানুষ আলাদা করে আর অ্যাপ ডাউনলোড করার ঝামেলায় যেতে চাইবে না।
গুগল জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে কোনো ধরণের ব্যবসায়িক কল করার ক্ষেত্রে, ব্যবহারকারী কে কল করছে এবং কেন করছে তা দেখতে পাবে। এছাড়াও ব্যবসায়ের ভেরিফাইড ব্যাচও গুগল দ্বারা ভেরিফাই করা নম্বরটিতে দেখা যাবে। পাশপাশি যে কোনো ধরনের ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার।
‘ভেরিফায়েড কলস’ অ্যাপটি গুগল ফোনে অন্তর্ভূক্ত থাকবে। এছাড়া অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই আ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। চলতি সপ্তাহের শেষ দিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আ্যাপটির একটি আপডেট আনা হবে বলে জানিয়েছে গুগল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
চিত্রদেশ//এফ//