অসময়ে চলে গেলেন তরুণ ক্রীড়া সাংবাদিক অর্ণব
স্টাফ রিপোর্টার:
মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া বিভাগের সহ-সম্পাদক অর্ণব মজুমদার। তার কাকা নিখিল মজুমদার জানান, শুক্রবার দুপুরে অসুস্থবোধ করায় ঢাকার দক্ষিণখানের বাসা থেকে ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়েছিলেন অর্ণব। সেখানে হঠাৎ জ্ঞান হারালে তাকে স্থানীয় কেসি হাসপাতালে নেয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অর্ণব আগেই মারা গেছেন। কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. খালিদ হোসেন বলেন, সব কিছু দেখে মনে হয়েছে, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অর্ণবের।
অর্ণবের বাবা দিলীপ কুমার মজুমদার মারা গেছেন আগেই, মা ঝুনু রানী সরকার একজন অবসরপ্রাপ্ত নার্স, থাকেন নেত্রকোনার বাড়িতে। একমাত্র বোন সুভদ্রা উর্মিলা মজুমদার পেশায় চিকিৎসক, বর্তমানে ভারতের চেন্নাইয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন।
ঢাকার দক্ষিণখানে ছোট কাকার বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পর্যায়ে পড়ার সময়ই সংবাদপত্রে কাজ শুরু করেন অর্ণব।
খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা। গত অক্টোবরে বিডিনিউজে যোগ দেয়ার আগে তিন বছর দৈনিক সমকালের ক্রীড়া বিভাগে কাজ করেছেন। অর্ণবের মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় বিপিএলের ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বড় পর্দায় শোক জানানো হয়। পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করে।
চিত্রদেশ//এস//