প্রধান সংবাদ

ক্রসিং খোলা রেখে ঘুমাচ্ছিলেন গেটম্যান, ঝড়ে গেল ১১ প্রাণ

জয়পুরহাট প্রতিনধি:

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির জানিয়েছেন, জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর ঘুমিয়ে ছিলেন গেটম্যান।

শনিবার ভোরে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ হন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। আহত হন ৫ জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।’

জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button