ময়মনসিংহে সব রুটে বাস বন্ধ
স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসনের সাথে আলোচনার সফল না হওয়ায় ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ রেখেছে বাস মালিকরা। গত সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির মহাসচিব মাহবুব আলম বলেন, ‘বিআরটিসির বাস বন্ধ করা আমাদের প্রধান দাবি। যতক্ষণ না তা বন্ধ হচ্ছে আমরা বাস চালাব না। বিষয়টি সমাধানের জন্য গতকাল রাতে জেলা প্রশাসকের পরিবহন মালিকরা বসে ছিলাম কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত অব্যাহত রয়েছে। আমাদের দাবি দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।
মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজমোড়ে দুই শ্রমিক জানান, বিআরটিসি বাস চালুর পর থেকে তাদের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। তাই মালিকরা ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে।
চিত্রদেশ//এস//