চিত্রদেশ
		
	
	
৯২তম অস্কারে সেরা সহ-অভিনেতা ব্র্যাড পিট
বিনোদন ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে। এবার এতে সেরা সহ-অভিনেতার খেতাব পেলেন ব্র্যাড পিট।
‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন গতবারের সেরা অভিনেত্রী রেজিনা কিং।
ব্র্যাড পিট ছাড়াও এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন নেইবরহুড), অ্যান্থোনি হপকিংস (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান) ও জো পেসি (দ্য আইরিশম্যান)।
চিত্রদেশ//এইচ//
				
					




