৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ওয়াহিদা খানম
স্টাফ রিপোর্টার:
অস্ত্রোপচারে পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে। বৃহস্পতিবার দিববাগত রাত ১২টার দিকে অস্ত্রপচার শেষে হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন এ কথা জানান।
তিনি জানান, ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। ছয় সদস্যের চিকিৎসক দল ওই অস্ত্রপচার করেন।
জাহিদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার মাথায় ভাঙা হাড়ের সাত-আটটি টুকরা ছিল। সেগুলো অস্ত্রপচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। যেহেতু মাথার আঘাত, তাই সময় লাগবে। আগামী ৭২ ঘণ্টা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তিনি আশাবাদী ওয়াহিদা সুস্থ হয়ে উঠবেন।
তিনি আরও বলেন, রোগীর ডান পাশ প্যারালাইজড ছিল। আশা করছি সচল হয়ে যাবে। তবে সময় লাগবে। আল্লাহ ভরসা। এসময় ওয়াহিদা খানমের সেরে উঠার বিষয়ে আশাবাদী হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন চকিৎসকরা।
চিত্রদেশ//এল//