প্রধান সংবাদশিক্ষা

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার হল, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে জানানো হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

এরপর ২০১৯ সালের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, এতে ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button