প্রধান সংবাদস্বাস্থ্য কথা

২৪ ঘণ্টায় ঢাকাসহ ৩ বিভাগে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে। শনিবার ২৪ ঘণ্টায় ১৫১ জন করোনারোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল। বাংলাদেশে মহামারীর প্রাদুর্ভাব শুরুর পরের মাসটির ওই দিনটিতে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল। গত একদিনে শনাক্ত ১৫১ জনকে নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ১৯২ জন করোনারোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন,১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। নমুনা সংগ্রহ হয়েছে ২৪ ঘণ্টায় ১৩হাজার ৭৩১ জনের, আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৬৯ জনের।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছর ১৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছে এককোটি ৫লাখ ৭৬ হাজার ২৭৩ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় এক’শ জনের মধ্যে শনাক্ত হয়েছে একদশমিক এগারো শতাংশ। সুস্থ হয়েছেন, ৯৭দশমিক ৭১ শতাংশ আর মৃত্যু হয়েছে ১দশমিক ৭৮ শতাংশ।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button