অর্থ-বাণিজ্য

২৩ জুলাই থেকে সব কলকারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার:
কঠোর লকডাউনের মধ্যে তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানা খোলা থাকলেও ঈদের পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ১৪ দিন সকল কলকারখানা বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনেও এই তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বলেছেন, এবারের প্রজ্ঞাপনে আরেকটি বিষয় নতুন করা হয়েছে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত সকল কলকারখানা বন্ধ থাকবে।

দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলাকালে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় গার্মেন্টস কারখানা খোলার কথা বলা হয়েছিল

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button