প্রধান সংবাদপ্রযুক্তি

১ জানুয়ারি চালু হচ্ছে ‘নগর অ্যাপ’

স্টাফ রিপোর্টার:
‘নতুন বছরের প্রথম দিন থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘নগর অ্যাপ’ চালু হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকেরা সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন’।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ফেসবুক লাইভে এসে এই কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

‘জনতার মুখোমুখি নগর সেবক’ শিরোনামের এই ফেসবুক লাইভের শুরুতেই আতিক বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘নগর অ্যাপ’ ২০২১ সালের প্রথম দিন ১ জানুয়ারি চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে নগরবাসীরা আমাদের কাছে তাদের সমস্যা, মতামত, পরামর্শ ইত্যাদি সরাসরি জানাতে পারবেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সবাইকে নিয়ে সবার ঢাকা গড়ে তুলব। এটা তারই অংশ।

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button