অন্যান্য

১ ও ৪ আগস্ট শেয়ারবাজারেও লেনদেন বন্ধ

স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে একই দিনগুলোতে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ করায় এই তিনদিন শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেহেতু রোববার ও বুধবার ব্যাংক বন্ধ, সুতরাং ওই দুইদিন শেয়ারবাজারে লেনদেন হবে না। আর ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত করা হয়েছে। তাই এই তিনদিন শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

স্বাভাবিক সময়ের মতো লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button