হিন্দুধর্ম কখনোই মুখের ওপর দরজা বন্ধ করে দেয় না: মমতা
আর্ন্তজাতিক ডেস্ক:
হিন্দু ধর্ম কখনোই কারো মুখের ওপর দরজা বন্ধ করতে শেখায় না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এই ধর্ম একাত্মতা ও ঐক্যবদ্ধতায় বিশ্বাস করে।
বৃহস্পতিবার তিনি বলেন, ধর্মই সংস্কৃতি, ধর্মই ঐক্য, ধর্মই ভালোবাস, আর এই ধর্মই গরিবদের শক্তিশালী করে।-খবর এনডিটিভির
ভারত সেবাশ্রম নামের একটি ধর্মীয় সংগঠনের এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। মমতার মতে, বিভাজন করে শাসনে কখনোই বিশ্বাস করে না হিন্দুধর্ম।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, হিন্দু ধর্মে সবার জন্যই দরজা খোলা। সেখানে কারোর জন্যই দরজা বন্ধ করে দেয়া হয় না। স্বামীজী বলেছেন, একতাই শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে ভারতকে দেখতেই বেশি ভালোবাসি।
এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও বারবার প্রতিবাদ করেছেন মমতা। যেভাবে ধর্মেরভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে ওই আইনে তা নিয়েও সরব হতে দেখা যায় তাকে।
এ রাজ্যে এনআরসিও করা হবে না বলেও সরব হন মমতা। ইতিমধ্যেই এ রাজ্যে এনপিআরের কাজ বন্ধ করে দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
চিত্রদেশ//এইচ//