প্রধান সংবাদ

হাবীবুল্লাহ সিরাজীর অপারেশন সফল

স্টাফ রিপোর্টার:
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর অপারেশন সফল হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অপারেশন করা হয়।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এখনো ভেন্টিলেশনের মাধ্যমে তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ পরিকল্পনা) ডা. এ কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিলো। তার পাকস্থলীতে নাড়ি জোড়া লেগে গিয়েছিলো। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে তার অপারেশ করা হয়। অপারেশন করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে।

ডা. এ কে এম মুজাহিদুল ইসলাম আরও বলেন, হাবীবুল্লাহ সিরাজী আইসিইউতে ভেন্টিলেশনে আছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

তিনি বলেন, হাবীবুল্লাহ সিরাজী আসলে ঠিক লাইফ সাপোর্টে ছিলেন না। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখানেও তিনি কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন।

২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button