প্রধান সংবাদ

সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

স্টাফ রিপোর্টার:
বিজিএমইএর প্রতিনিধি দলের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর শ্যামলী সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকা পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে ব্যস্ত সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় সড়কে যানবাহন চলাচল। পরে বেলা সোয়া ১২টার পর সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজেএমইএ’র নেতারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সব ধরনের দেনা-পাওনা বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এরপর সড়ক ছাড়েন তারা।’

এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি (পদোন্নতিতে এসপি) ওয়াহিদুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেয়ার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য দ্রুত বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হলে তাদের প্রতিনিধি দল শ্রমিক কারখানার দুই মালিকের সাথে কথা বলেন। শ্রমিকরা সমঝোতায় আসেন। দুপুরে তাদের বৈঠক হবে। এর আগে সড়ক ছেড়ে উঠে যাওয়ার অনুরোধে শ্রমিকরা চলে যান। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button