প্রধান সংবাদ

স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে হবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি রোববার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।

এসময় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের একাডেমি হিসেবে পরিণত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাডেটরা যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পায় এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেই ধরণের প্রশিক্ষণ ব্যবস্থাও আমরা চালু করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আজ আমরা উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব।”

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button