
প্রধান সংবাদবিনোদন
স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক। হাসপাতালে আবদুর রাজ্জাক যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, সে সময় তার পাশে ছিলেন না পুত্রবধূ রিয়া মনি। এজন্য রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম।
হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, ‘‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম।’’
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার বাবা যখন হাসপাতালে ছিলেন তখন পাশে ছিলেন না রিয়া মনি। এমনকি তার পরিবারের অন্য কোনো সদস্যও আসেনি।’’
ঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে সময়ই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন। এরপরে তারা জুটিবেঁধে বেশ কিছু কনটেন্ট ক্রিয়েট করেছেন।