সেরা ভ্যাটদাতা হলো ১৪০ প্রতিষ্ঠান
স্টাফ রিপোর্টার:
সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করায় জাতীয় ও জেলা পর্যায়ে ১৪০ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা হিসাবে নির্বাচিত করা হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে অভ্যন্তরিণ সম্পদ বিভাগ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব ইসরাত জাহান রুমার সই করা চিঠি-সূত্রে এসব তথ্য জানা গেছে।
এরআগে গত ৩০ নভেম্বর এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। নোটিশে সেরা করদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতা হলো, উৎপাদন খাতের পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।
ব্যবসায় খাতে ঢাকার মেসার্স হ্যামকো করপোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড। সেবা খাতে চট্টগ্রামের চিটাগাং ওয়্যার হাউস লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ (কিউসিএসসি) ও সামিট কমিউনিকেশনস লিমিটেড।
অন্যদিকে, ২০১৮-১৯ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে ১৩১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে এনবিআর।
চিত্রদেশ//এফ//