প্রধান সংবাদ

সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত

কক্সবাজার প্রতিনিধি:

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আটক আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এএসআই শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, ইউনিট প্রধান হিসেবে সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্যকে মঙ্গলবার সকালে বরখাস্ত করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এর আগে মেজর সিনহা মো. রাশেদকে পুলিশ যেখানে গুলি করে হত্যা করেছিল সেই শামলাপুর চেকপোস্টের এই ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। ঘটনার দিন তারা সেখানে দায়িত্বরত ছিলেন।

গ্রেফতারের পর এই ৩ এপিবিএন সদস্যকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক এই ৩ আসামীর প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চিত্রদেশ//এফ//

 

Related Articles

Back to top button