সম্মানসূচক ডি লিট পেলেন মাধবন
বিনোদন ডেস্ক::
ভারতীয় অভিনেতা, লেখক, প্রযোজক, পরিচালক রঙ্গনাথন মাধবন। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার মহারাষ্ট্রের কোলহাপুরের একটি প্রতিষ্ঠান তাকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (ডি.লিট.) ডিগ্রি দিয়েছেন।
ভারতীয় সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সম্মাননা প্রদান অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন মাধবন। ক্যাপশনে লিখেছেন, ‘ডি ওয়াই পাতিল এডুকেশন সোসাইটির দেওয়া ডক্টর অব লেটার্স (ডি.লিট.) ডিগ্রি পেয়ে অনেক গর্বিত ও কৃতজ্ঞতা অনুভব করছি। এটা অনেক সম্মানের। দায়িত্ব বেড়ে গেলো।’
মাধবনের এই অর্জনে তাকে অভিনন্দন জানাচ্ছেন তার সহকর্মীরা। অভিনেত্রী শিল্পা শেঠি, ডিজাইনার মনীশ মালহোত্রা, অভিনেতা অমিত সাধসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মাধবনের সর্বশেষ মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। ২০১৫ সালে মুক্তি পায় এটি। তবে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন তিনি। বর্তমানে তামিল ও তেলেগু সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেতা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘মারা’। ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় দেখা যাবে তাকে।
চিত্রদেশ//এইচ//