সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
রাজধানীতে ‘সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১০ মার্চ, রাজধানীর লালমাটিয়ায় বেসরকারী সংস্থা এএলআরডি’র প্রশিক্ষণ মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘কারিতাস’এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব ম্রং, সঞ্চালনা করেন- আইপিডিএস এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ আদিবাসী ফোরামের জেনারেল সেক্রেটারী মি. সঞ্জীব দ্রং, অতিথি হিসেবে উপস্থি ছিলেন টিআইবি’র ড. ইফতেখারুজ্জামান।
আলোচনা সভাটি সভাপতিত্ব করেন এএলআরডি’র নির্বাহী পরিচালক মি. শামসুল হুদা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কারিতাস’র পরিচালক (সিডিআই) থিওফিল নকরেক, এসিডিএফ’র সভাপতি অজয় এ. মৃ, এমজেএফ’র রীনা রায়।
আলোচনা সভায়, ইউসিজিএম, আইপিডিএস, এএলআরডি, এমজেএফ, বেলা, টিআইবি, কাপেং ফাউন্ডেশন, ব্লাস্ট, আইন ও শালিস কেন্দ্র, নিজেরা করি, সামস, জাতীয় আদিবাসী পরিষদ সংস্থা/সংগঠন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ৩৫ জন নারী ও পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
চিত্রদেশ//এস//