এনজিও কর্ণার

ইজমেতায় রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেন্টার

স্টাফ রিপোর্টার:

টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে ফ্রি মেডিকেল কেয়ার সেন্টার স্থাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ইজতেমা চলাকালীন সময়ে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মুসল্লিদের এই মেডিকেল কেয়ার সেন্টার থেকে সব ধরনের ওষুধ ও চিকিৎসা ফ্রি দেয়া হবে।

শনিবার রেড ক্রিসেন্ট বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় ড. মাহফুজ হক বলেন, এই সময়ে অনেকেই শীতজনীত বিভিন্ন ধরনের রোগে ভুগেন। ইজমেতায় আসা মুসল্লিদের জন্য রেড ক্রিসেন্ট ফ্রি মেডিকেল সেবা ও ওষুধ সরবরাহ করছে।

রেড ক্রিসেন্টের এই ক্যাম্পের পরিচালনা করছেন ফিল্ড অফিসার আবদুল্লাহ আল মামুন।

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে গতকাল শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব।

এরপর ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী ও দ্বিতীয় পর্বে সাদ কান্ধলভির অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন।

 

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button