প্রধান সংবাদ

সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:
মন্ত্রিসভার সদস্যসহ সরকারের এবং দেশের সব পর্যায়ের নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়তই সবাইকে মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। এবার মন্ত্রিসভার সদস্যসহ সরকারের এবং দেশের সব পর্যায়ের নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকারি অফিসগুলোর এসি একটা নির্দিষ্ট মাত্রায় চালানোর জন্য বলা হয়েছে। কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে এবং সরকারি প্রকল্পগুলো লাভজনক হলে, সে মুনাফা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button