গল্প-কবিতা

কবিতা-সত্য দিকদর্শন

মোঃ মেহেবুব হক

আমি যৌবনের উন্মাদনার অজস্র পাগলামির বাহারি রূপ প্রত্যক্ষ করেছি
কামনা ও বাসনার চোরাবালিতে হারিয়ে যাওয়া অসহায় আত্মাদেরকে চাক্ষুষ দেখেছি
দর্শন করেছি নৈতিকতা বিবর্জিত মানসিক বিকৃতির কদর্য অশুভ ছায়া
অনুধাবন করেছি জীবনযুদ্ধে হারিয়ে যাওয়া আত্মাদের কষ্টগুলো
যে কষ্টের অনলে পুড়ে পুড়ে খাটি হয় বিবেকের প্রকোষ্ঠগুলো
শুভবুদ্ধির আলোয় পরিশুদ্ধ হৃদয় ও মনের সকল জানলাগুলো
এখলাসের সুবাসিত গোলাপে রঙিন হয় অনাগত ভবিষ্যতের স্বপ্নগুলো
যে স্বপ্নে বিভোর হয়ে ভোরের আকাশে প্রতিদিন উদিত হয় সফলতার হাতছানি
আমার সমস্ত শিরা অস্থি মজ্জায় প্রবাহিত হয় অনুপ্রেরণার উষ্ণ রক্তপ্রবাহ
আমার বাচনভঙ্গি চলাফেরার প্রকাশিত হয় সত্যদ্রষ্টা মানুষের গল্পগুলো
যে গল্পের নির্যাসের অমিয়ধারা যুগ যুগ ধরে বহমান পৃথিবীর বুকে
এটাই সেই সত্য পথের সত্য দিকদর্শন
যে দর্শনের আলোকে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নবি রাসুলগন
আবির্ভূত হয়েছেন অলি আউলিয়া গাউস কুতুবগণ
যারা মানুষের মাঝে ছড়িয়েছেন এলমের রুহানি বানী
মানুষকে দেখিয়েছেন মুক্তির পবিত্র দিশা
শুনিয়েছেন আল্লাহর অভয় বানী
যে বানীর প্রতিটি কথা ঝর্ণা হয়ে প্রবাহিত হয় সাধকের কালবে
যে কালব কেবলই তৃপ্ত হয়ে এলমে লাদ্দুনির অনন্ত সাগরে
আমি সেই সাগরের সন্ধানে ছুটে চলেছি মুক্তির পানে ইশকে এলাহির টানে ।

তাংঃ ২৮/০৭/২০২০, ঢাকা।

 

কবি: মোঃ মেহেবুব হক

Related Articles

Back to top button