অন্যান্য

শেষ ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

স্টাফ রিপোর্টার:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শেষ ঘন্টায় বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স ও সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৩ হাজার ৫১৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫১ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৬ টাকা ৪০ পয়সা।

এদিকে একই সময়ে সাফকো স্পিনিংয়ের স্ক্রিনে ২ লাখ ৩ হাজার ১১৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শুন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৮০ পয়সা।

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button