শীতার্ত মানুষের পাশে লংকাবাংলা ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার:
এক হাজার জন শীতার্ত অসহায়, দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে ১৪ জানুয়ারি মেহেরপুরের মুজিবনগরের বিভিন্ন এলাকার এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দুর্দশাগ্রস্থ ও অসহায় মানুষদের শীতের তীব্রতা থেকে রক্ষা করার প্রয়াস হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন বছরের শুরুতেই এই উদ্যোগ গ্রহণ করেছে। সেভ দ্যা প্ল্যানেট এন্ড ডিসেবিলিটি (এসপিডি) (মুজিবনগর, মেহেরপুরের একটি স্থানীয় সংস্থা) এর সেচ্ছাসেবী সহায়তায় তালিকাভুক্ত দুর্দশাগ্রস্থ ও অনাথ এবং প্রতিবন্ধী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের চীফ রিস্ক অফিসার মুহম্মদ কামরুল হাসান, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও এলবিফাউন্ডেশনের প্রধান মো. জাহাঙ্গীর হোসেন এবং কুষ্টিয়া শাখার প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রতীক ও সেভ দ্যা প্ল্যানেট এন্ড ডিসেবিলিটি (এসপিডি)-এর প্রধান নির্বাহী আনোয়ার হোসেন কম্বল বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
চিত্রদেশ //এস//