প্রধান সংবাদ

শাহজালালে দুই ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে আজ

স্টাফ রিপোর্টার:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুই ঘণ্টা সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারোডে এয়ার শো আয়োজনের মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বুধবার দুই ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকবে। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।’

এভিয়েশন সংশ্লিষ্টরা জানান, নোটিশ ফর এয়ারম্যান-নোটাম (NOTAM) হচ্ছে রুটে বা উড়োজাহাজের সুরক্ষাকে প্রভাবিত করতে পারে এমন কোনও সম্ভাব্য বিপদের জন্য উড়োজাহাজ চালকদের সতর্ক করতে বিমানবন্দর কর্তৃপক্ষের আগাম বার্তা।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button