আন্তর্জাতিকপ্রধান সংবাদ

শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না আসার সিদ্ধান্তে খুশি বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নিবেন না। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ভালো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, ‘আমাকে জানানো হয়েছে যে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না। খুব কম বিষয়েই ট্রাম্প ও আমি একমত হতে পেরেছি। তবে একমত হওয়ার ক্ষেত্রে এটি একটি। শপথ অনুষ্ঠানে তার না আসার সিদ্ধান্তটা ভালো হয়েছে। ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সম্পর্কে আমার যে ধারনা ছিল সেটাই তিনি পাল্টে দিয়েছেন। তিনি দেশের জন্য লজ্জা। বিশ্বের জন্য লজ্জা। তিনি দায়িত্বে থাকার যোগ্য নন।’

ট্রাম্প শপথ অনুষ্ঠানে না আসলে খুশি হবেন বাইডেন, কিন্তু ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিষয়ে তার সিদ্ধান্ত কি? এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, ‘তাকে স্বাগত জানাই। তিনি আমার শপথ অনুষ্ঠানে আসলে আমি সম্মানিতবোধ করবো।’

শুধু ট্রাম্প নন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ জানুয়ারি ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প ও তার সহধর্মীনি।

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button