অন্যান্য

লেনদেনের সময় বেড়েছে পুঁজিবাজারে

স্টাফ রিপোর্টার:
বর্ধিত লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। আগামী ৮ জুলাই, বৃহস্পতিবার থেকে ব্যাংকে ১ ঘণ্টা লেনদেন বেশি হবে। আর এই সময়সূচি বহাল থাকবে ১৪ জুলাই, বুধবার পর্যন্ত।

আজ মঙ্গলবার (৬ জুলাই) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

নতুন সময়সূচি অনুসারে, সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর তা বেলা ২টা পর্যন্ত চলবে। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা ১ পর্যন্ত চলছে।

ব্যাংকে লেনদেনের সময় বাড়ানোয় এর সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উর্ধমুখী হয়ে উঠায় সরকার গত ১ জুলাই থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকাউন (সরকারের ভাষায় কঠোর বিধিনিষেধ) জারি করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ৭ দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। এর প্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আর এর সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি বাড়ানো হয়েছে।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button