
অন্যান্য
লেনদেনের শীর্ষে বেক্সিমকো
স্টাফ রিপোর্টার:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৭৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটি মোট ৮২ লাখ ৬৫ হাজার ৫৮৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে্ এম.এল ডাইং লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ২৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৩৭ লাখ টাকা।
কেয়া কসমেটিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ২৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ১৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং,জেনেক্স ইনফোসিস ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।
চিত্রদেশ//এফটি//