প্রধান সংবাদ

রোজিনার প্রতি যাতে অন্যায় না হয়, তা দেখছি: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি:

সাংবাদিক রোজিনা ইসলাম যাতে সুবিচার পান, সেটি অবশ্যই সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যেহেতু একটি মামলা হয়েছে, তাঁর যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায়বিচার পান, তাঁর প্রতি কোনোভাবে যাতে অন্যায় না হয়, সেটি আমরা দেখছি, সরকারের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী ও আমি সাংবাদিকদের মানমর্যাদা ও সম্মান রক্ষায় আন্তরিক ও বদ্ধপরিকর।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এ ক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। ২০১৪ সালে তথ্য কমিশন গঠিত হওয়ার পর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে ।

 

আজ বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি অনিন্দ্য টিটু প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, ‘যেকোনো মন্ত্রী বাংলাদেশে দুটি শপথ গ্রহণ করেন, একটি হচ্ছে মন্ত্রী হিসেবে শপথ, অন্যটি হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ; সে শপথ আমাকেও নিতে হয়েছে। যেহেতেু আমি রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ গ্রহণ করেছি, মন্ত্রিসভায় কোনো কিছু আলোচনা হলে সেটি বাইরে বলতে পারি না। যেটি আমাকে বলতে বলা হবে শুধু সেটুকুই বলতে পারব।’

গোপন নথি রক্ষা মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্ব
তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় গোপন নথি বা অন্য দেশের সঙ্গে চুক্তি, যেগুলো বাইরে প্রকাশ না করার ক্ষেত্রে চুক্তিতে আছে বা সেই দেশের অনুরোধ আছে, সেগুলো কখনো বাইরে প্রকাশ করতে পারি না। সেটি সংরক্ষণ করা যেকোনো মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিকদের মানমর্যাদা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর এবং সাংবাদিকদের কল্যাণে যে কাজগুলো বাংলাদেশে করেছেন, সেটি অতুলনীয় ও অভাবনীয়। এ ক্ষেত্রে রোজিনা ইসলাম যাতে সুবিচার পান, সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় থাকলে বের হবে
এ বিষয়ে বারবার স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘পুলিশ হেফাজতে তাঁর সম্মান যাতে রক্ষা হয় এবং কারা হেফাজতে তিনি যাতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পান, সেটি যাতে নিশ্চিত করা হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন। তিনি যাতে ন্যায়বিচার পান, সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারও কোনো দায় থাকলে সেটিও নিশ্চয় বের হয়ে আসবে।’
তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এখানে রাষ্ট্রীয় গোপন নথি রোজিনা ইসলাম ফাইল থেকে নিয়েছেন, সে জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সেগুলোকে সংরক্ষণ করা।

বিলম্বের কারণ খুঁজে বের করবে পুলিশ
হাছান মাহমুদ বলেন, এখানে প্রশ্ন হচ্ছে তিনি সেখানে পাঁচ ঘণ্টা আটক থাকলেন কেন? এটি নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তারা পাঁচ ঘণ্টা আটক রাখেনি, এক ঘণ্টা পরই পুলিশের কাছে হস্তান্তর করেছে। যে বিলম্বটা হয়েছে, সেটি কেন হলো, পুলিশ খুঁজে বের করবে। এ নিয়ে মামলা হয়েছে, বিষয়টা তদন্তাধীন, স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির মাধ্যমে নিশ্চয় বেরিয়ে আসবে তাঁকে সেখানে কেউ হেনস্তা করেছিল কি না? রোজিনা ইসলামের কী অপরাধ ছিল, এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারও কোনো অপরাধ আছে কি না, তা-ও বেরিয়ে আসবে। পুলিশও তদন্ত করছে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button