আন্তর্জাতিকপ্রধান সংবাদ

যুক্তরাষ্ট্রে জীবনযাপন স্বাভাবিক হতে আরও এক বছর লাগবে

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী কয়েক মাসের মধ্যে করোনাভাইরাসের টিকা অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে জীবনযাপন স্বাভাবিক হতে আরও এক বছর লাগবে। শুক্রবার হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান অ্যান্থনি ফাউসি এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘আপনি যদি স্বাভাবিকে ফিরে যাওয়ার মাত্রার বিষয়ে বলেন, যার সঙ্গে কোভিড পূর্ববর্তী সময়ের সাদৃশ্য রয়েছে, তাহলে সেটি ২০২১ সালে হবে। এমনকি সেটা ২০২১ সালের শেষ পর্যন্ত গড়াতে পারে।’

সংবাদমাধ্যম এমএসএনবিসির সাক্ষাৎকারে ফাউসির কাছে করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ট্রাম্প বলেছিলেন, আমরা করোনার শেষ মুহূর্তে চলে এসেছি এবং অনেক ভালো কিছু ঘটছে।’

ফাউসি বলেন, ‘আমি দুঃখিত, আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। কারণ আপনি এখন যা বললেন সেই পরিসংখ্যানের দিকে যদি নজর দেন তাহলে এগুলো ঝামেলাপূর্ণ দেখবেন। আমরা এক দিনে প্রায় ৪০ হাজার আক্রান্ত এবং প্রায় এক হাজার মৃত্যুর মালভূমিতে দাঁড়িয়ে।’

করোনা নিয়ে ট্রাম্পের হালকা মূল্যায়ন প্রসঙ্গে ফাউসি বলেন, ‘সত্যিকারার্থে হুমকিপূর্ণ কোনো কিছুকে কম গুরুত্ব দেওয়া ভালো কিছু নয়।’

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button