প্রধান সংবাদ

রাজ্য সরকারের অনুমোদন পেলে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা অনেক দূরে এগিয়েছি। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী এ চুক্তি করতে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। যেহেতু এটি ভারতের একটি রাজ্য এবং বাংলাদেশ সরকারের মধ্যে, এখানে অবশ্যই রাজ্য সরকারের অনুমোদন লাগে। এজন্য এখানে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ব্যর্থতা নেই। তাদের যে একাগ্রতা, সেটি আছে। রাজ্য সরকারের অনুমোদন পেলে চুক্তি বাস্তবায়ন হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত হত্যা অনেক কমেও গেছে। আগে যে সীমান্ত হত্যা হতো, সেটি এখন অনেক কমে গেছে। তবে আমরা চাই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসুক। এটি নিয়ে সবসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়েও আলোচনা হচ্ছে।

 

চিত্রদেশ//এফ//

 

Related Articles

Back to top button