নারী মঞ্চপ্রধান সংবাদ

রাজধানীতে ধর্ষণের প্রতিবাদে নারী সাংবাদিক কেন্দ্রের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘বাংলাদেশ আজ এক ঘোর অমানিশায় ছেয়ে গেছে। যেভাবে দিন দিন নারী নির্যাতন, খুন ও ধর্ষণ বেড়ে যাচ্ছে তা প্রতিরোধ করতে হলে একমাত্র আইনের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ধর্ষকের একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। তাহলেই ধর্ষণরোধ সম্ভব। তিনি বলেন, আমাদের মা বোনদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশ। তীব্র আন্দোলনের আওয়াজ ছড়িয়েছে সারাদেশে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দীপ আজাদ, শাহনাজ পলি, কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না, তাহমিনা আক্তার, দিলরুবা আক্তারসহ অর্ধশতাধিক সাংবাদিক।

চিত্রদেশ//এল/

Related Articles

Back to top button