এনজিও কর্ণার

রাজধানীতে অ্যাকশন এইডের ওমেন অ্যাগ্রো মেলা

স্টাফ রিপোর্টার:
নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজধানীর গুলশানের ইমানুয়েলস হলে ‘ন্যাশনাল কলোকুইলাম অন মার্কেট সিস্টেম ফর ওমেন অ্যাগ্রো এন্ট্রাপ্রেনার্স’ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

অ্যাকশন এইড বাংলাদেশ এ মেলার আয়োজন করেছে। মেলায় তৃণমূলের নারী উদ্যোক্তারা বিভিন্ন কৃষিজাত পণ্য নিয়ে হাজির হয়েছে।

অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইভস্টোক সার্ভিসের পরিচালক আব্দুল জব্বার শিকদার, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুলফিকার রহমান, ফুড সিকিউরিটি নেটওয়ার্কের প্রেসিডেন্ট ড. জয়নাল আবেদীন, এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ ইমন প্রমুখ।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button